পার্থিব ভালোবাসা

এক হাতে বাদাম আরেক হাতে প্রেমিকার স্তন ছুঁয়ে দেওয়ার মাঝে ক্ষনিকের সুখ থাকে,
ভালবাসা থাকে না!!!

বৃষ্টি ছাড়াও পার্কের চিপায় যারা ছাতা নিয়ে বসে থাকে, তাদের মধ্যে আমি ভালবাসার ব্যাখ্যা খুঁজে পাই না।

অথচ ৩০০ কিলোমিটার দূরে ভালবাসার মানুষটার জ্বর হয়েছে শুনে এই প্রান্তের কেউ একজন চিন্তায় না খেয়েই শুয়ে পড়লে, সেই চিন্তা আর না খেয়ে শুয়ে পড়াকেই আমার কাছে ভালবাসা মনে হয়। কিংবা দেশের এক প্রান্তে প্রিয় মানুষটার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে শুনে আরেক প্রান্তের কেউ একজন সারারাত কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেললে, সেই অশ্রুর ফোঁটাকেই আমার কাছে ভালবাসা মনে হয়…

প্রেমিক প্রেমিকার প্রেম ভালবাসার বাইরেও একটা জগত আছে। যে জগতের ভালবাসা শুধুমাত্র প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ না। সত্যিকার অর্থে সেই ভালবাসার উদাহরণগুলো কখনোই লিখে শেষ করা যাবে না…

বিয়ের দিন স্বামীর ঘরে যাওয়ার সময় মেয়েরা বাবাকে জড়িয়ে ধরে যে কান্নাটুকু করে, সেই কান্নার নাম ভালবাসা। জগতে এর চেয়ে সুন্দর ভালবাসার উদাহরণ আর কী হতে পারে?

গ্রামের সহজ সরল ছেলেটি বিসিএস পরীক্ষায় টিকে যাওয়ার পর বাড়িতে গিয়ে মাকে জড়িয়ে ধরে চোখ থেকে আনন্দের যে অশ্রুটুকু ফেলে, সেই অশ্রুর ফোঁটাকেই আমার কাছে ভালবাসা মনে হয়। একটি প্রবাসী ছেলে পাঁচ বছর পর দেশে ফিরে মায়ের মমতা মাখা মুখের দিকে তাকিয়ে যখন আচমকা কেঁদে ফেলে, আমার সেই কান্নাকেও ভালবাসা মনে হয়…

ভালবাসার উদাহরণ দিতে গিয়ে কেন যেন আমরা বারবার প্রেমিক প্রেমিকার ভালবাসাকে টেনে আনি। অথচ একজন অসুস্থ রোগীকে ব্যথায় কাতরাতে দেখে মনের মধ্যে বিষাদ সৃষ্টি হওয়াটাও ভালবাসার উদাহরণ হতে পারে। একজন থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত যোগাড় করে দেওয়াটাও ভালবাসার উদাহরণ হতে পারে। টিফিনের টাকা বাঁচিয়ে সেই টাকায় একটি ভিক্ষুককে পেট ভরে খাওয়ানোর মাঝে যে ভালবাসা লুকিয়ে থাকে, বিশ্বাস করেন, জগতে এর চেয়ে সুন্দর ভালবাসার উদাহরণ আর কোথাও পাবেন না…

ভালবাসার উদাহরণ হচ্ছে, যে মানুষটা দুই বছর আগে কবরের বাসিন্দা হয়ে গেছে, খাবার টেবিলে বসে সেই মানুষটার কথা ভেবে টুপ টুপ করে চোখের জল ফেলা। এই যে সারাদিন যারা “প্রাক্তনের ক্ষতি হোক, প্রাক্তনের ক্ষতি হোক” করে গলা ফাটায়। সত্যিকার অর্থে তাদের মধ্যে আমি ভালবাসার উদাহরণ খুঁজে পাই না…

যে মানুষটা একসময় কাছে এসে ভালবাসি বলেছিল, সেই মানুষটা প্রতারণা করে দূরে চলে গেছে। অথচ সেই মানুষটাই যেন সুখে থাকে সেই কামনা করার নামই ভালবাসা…